সময়ের'ই হাত  ধরে,
পলে পলে যায় সরে,,
জীবনের প্রতি টা মুহুর্ত।

যাওয়ার  নিয়ম'টায়,
এই আছি, এই নাই,,
শোনে না বারণের শর্ত।।

জীবনেরই  প্রতিক্ষণ,
গড়ে নেয়া প্রয়োজন,,
বেঁচে থাকা প্রতিটি সময়।

অবহেলা  করে সব,
মিছে  চলে  উৎসব,,
পরিবেশ পায় নাতো ঠাঁই।।


<>==<>==<>==<>
তাং- ১২--০৫--২০১৪ইং>
রাতঃ-০২টা ৩৫মিঃ <>=>
স্থান- কড়িয়াঃ/কেশবপুর=>
০১৭৪২-৭৭৪৬৪৪মোবাঃ>
<>==<>==<>==<>