ঘুরবে না এদেহের চাকা
ফুরালে তেল দম,
কে কতক্ষণ  ভেবে চলি
বেশী ছাড়াই কম ??

আমি,আমার করে করে
অন্যায়ে  ভরপুর,
কেউ ভাবি না পরকালে
বিচারটা নয় দূর ।।

হঠাৎ করে  যেতে'ই  হবে
তলব হলেই তার,
লক্ষ শক্তি কাজ দেবেনা
হলে ও জমিদার ।।

♦<>==<><>==<>♦
তাং--১১-১১-২০১৮ ইং>
রাতঃ--১২টা ২০মিঃ==>
স্থানঃ--কড়িয়াঃ/রবিবারঃ>
০১৭৪২-৭৭৪৬৪৪মোবাঃ
♦<>==<><>==<>♦