কলমে কলমে যুদ্ধ চলিবে
বাস্তবে হোক না হোক,
সবারই মাঝে দ্রোহী-বেদনা
প্রতিবাদী আছে শোক।
আগের মত সে লজ্জা শরম
এখন আর কারো নেই,
ক্ষমতা পেলেই কাঁচা লঙ্কাই
নিজে ভাবে নিজেকেই।
হাতে-পায়ে ধরে ভোটের জন্য
নিজেরে করিয়ে পাশ,
আপন স্বার্থেই ব্যস্ত থাকিয়া
প্রজাদেরই দেয় বাঁশ।
বাঙ্গালীর এখন এটাই ধর্ম
নিজের পেট টা গাঁথা,
প্রজাদের কি হোল না হোল
সেথা নেই ব্যথা মাথা।
কিছুনা পারি প্রতিবাদী হয়ে
দু'কলম লিখে যাই,
আত্মা আমার তাতেই তৃপ্ত
মুখে ফেলি থু থু ছাঁই।