ঈদ এসেছে খুশিই নিয়ে
ঈদ এসেছে দ্বারে,
প্রতি বছর দুই ঈদ আসে
মুসলমানের ঘরে।
হিংসা-বিদ্বেষ,লোভ-লালসা
ত্যাজ্য করে মনে,
সকল মুসলিম একহয়ে যায়
ভ্রাতৃত্বের বন্ধনে।
ঈদ যে বড়ই খুশির খবর
দূরকে নিকট করে,
আত্মীয়-স্বজন প্রতিবেশীই
সবাই সবার তরে।
ধনী গরীব পড়ছে নামাজ
মিলিয়ে কাঁধে কাঁধ,
আনন্দতে ভরছে যে বুক
মিটিয়ে মনের সাধ।
কালা-ধলায় নেই ভেদাভেদ মনের সকল পাপ,
হৃদয় গ্লানিই দূর করে দেয়
নিষ্কলুষ নিষ্পাপ ।