দুঃখ নামের ঐ পঙ্খীটারে,
কেউ ডাকেনা আদর করে।
মুচকী হাসির প্রেমাধারে,
নারী-পুরুষে লুকায় তারে।
প্রকাশ্যেই আর অভিসারে,
মানতে চায় না অভাবটারে।
শান্তি আশায় সবাই ঘোরে,
যেমনি লুকায় প্রেমের ঘরে।
দুঃখ ও কষ্টরেই শত্রু করে
থাকতে চায় যে দূরেই সরে।
রাতঃ--=০৯টা ২০মিঃ=
তাং ২২=০৯=২০১৮ইং
শ নি বা র। কড়িয়াঃ =>
==♣==♣==♣==>