দুখ বিনে শুধু সুখ,ভাল লাগে না,
পরিমাপে কত সুখ,বোঝা যায়না।
সুখ-দুখ মিলে সুখ, তাই সাধনা ।।
দুখ বিনে শুধু সুখ,ভাল লাগে না (২) ঐ
সুখ-দুখ মিলে যারা,গড়েছে বাসর,
স্বপ্ন সোহাগী মনে, হইয়া দোসর।
তাদের জীবনে আর,কিবা বেদনা ? ।।
দুখ বিনে শুধু সুখ,ভাল লাগে না (২) ঐ
নীচু আছে বলে উঁচু, পায় সম্মান,
মৃত্যু আছে বলে,জীবনেরও দাম।
মন্দ আছে বলে, ভাল যায় চেনা ।।
দুখ বিনে শুধু সুখ,ভাল লাগে না (২) ঐ
দৃষ্টির অভাবে দুখ, অন্ধে বোঝে,
ভালবেসে প্রিয়জন,প্রেমকে খোঁজে।
বিরহের মাঝে থাকে, শুধু কামনা ।।
দুখ বিনে শুধু সুখ,ভাল লাগে না (২) ঐ
এটাও আজ আমার পাঁচ হাজার
সঙ্গীতের ভিতর থেকে আরও ১টি
গীতিকাব্য। আসরের সকল সুপ্রিয়
কবি ভাই,বোন ও বন্ধুবরদের
সৌজন্যে আমার এ প্রয়াস। আমি আমার এই ক্ষুদ্র লেখণী ও সাধনার বহিঃপ্রকাশ ঘটানোরলক্ষ্যে আসরের সকল কবি বন্ধুদের কাছে দোয়া ও আশির্বাদ প্রার্থী। আসরের সকল কবিদের ধন্যবাদজানিয়ে বিদায়। ভাল থাকুন সব সময় সুপ্রিয় বন্ধুগণ।