আমার প্রেমে কি আছে তোর
দে না  প্রমাণ তার,
বাস্তবে  সেই  প্রমাণ দিলেই
করবো যে দোসর ।।

ঘৃণা  করি অ-ভি-ন-য় তোর
মিথ্যে কথার  বোল,
এখনও  সেই  মিথ্যে বুলি'র
অহেতুক সোরগোল ।।

জানি না  এর  কারণ'টা কি
কোন্ সে অপরাধ,
কেমন্ করে  খেললে খেলা
মিশবি সে অবাধ ??

কোন্  খানে'তে মিলন হবে
কোন সে তারিখে,
এটাই  আমার জানার ইচ্ছা
বল্ প্রেমের ছকে ??

ঘুরিয়ে তোর লাভ কি তাতে
প্রেমের সময় কম,
জীবন  নদীর  যৌবন যাবে
ফুরালে  এই  দম ।।


<<==<>===<>==>>
তাং--২৩--০১--২০১৭ ইং>
রাতঃ- ০২টা ০০মিঃ =<>>
স্থানঃ-কড়িয়াঃ ==<>==>
০১৭৪২-৭৭৪৬৪৪মোবাঃ>
<<==<>===<>==>>