আমার যখন  মৃত্যুই হবে
বলবে সবাই লাশ,
আপনেরাই   কান্নাকাটির
করবে  হা-হুতাশ ।।

থাকবে নাতো বলার কিছু
ফুটবে না জবান,
চারি দিকেই  বইবে  শুধু
দুঃখের   আহ্বান ।।

কোন মায়া কাজ দেবে না
হাজারও   কাঁদিলে,
শোকের ছায়া মাত্র ক'দিন
বইবে কতক দিলে ।।


<===♦===♦===>
তাং-১৬-১২-২০১৬ ইংঃ
ভোরঃ- ৫টা ৫৫ মিঃ =♦
স্থানঃ- কড়িয়াঃ ==♦=♦
০১৭৪২-৭৭৪৬৪৪মো=
<===♦===♦===>