মনটা থাকলে জড়তায়
দেহে করে হৃদয় ভার,
দূরে ফেলে দিতে হবে
করলে সচ্ছ ব্যবহার ।।
যার দ্বারা হবে তোমার
মুক্তিতে মূল উপকার,
দিয়ে তারে ধরে রাখো
প্রেম শর্তের অধিকার ।।
এই দুনিয়া চলার পথে
কেউ দূরে কেউ সাথে,
কেউ দিনে কেউ রাতে
ভাল,মন্দ মত্তে মেতে।।