কর যদি কিছু দান,উদারও মনে,
শান্তি মিলবে তাতে,প্রতিটি ক্ষণে।
মুক্তিরও পথ হবে,সেই দেওয়া দান,
দানেতে ভরিয়া তোল,নিজের জীবন।
কিছুই যাবেনা সাথে,মরণেরও পর,
দানে দানে তার আগে,গড় পরপার।
এই আছি এই নেই, অ-জানা সময়,
বুঝিয়া দেখনা নিজে,কে হবে সহায়।
যা কিছু করেছো তুমি, করিয়া নিজের,
কিছুই যাবেনা সাথে, ভাবো সেদিনের।
সু-পাত্রে করে দান, সৎ পথের আয়,
তাহাতেই মুক্তি সেথা, পাবে নিশ্চয়।
দান করে দেখ তুমি,দুঃখের অসহায়,
কতনা করিবে দোয়া,তাদের আত্মায়।