প্রিয় সকল কবি ভাই,বোন,দাদা,দিদি বন্ধুদের
প্রতি,শ্রেণি বিন্যাশে আমার আন্তরিক সালাম ও
শুভেচ্ছা রহিল। আশা করি সবাই আল্লাহর রহ- মতে, স্রষ্টার কৃপাায় অনেক অ নে ক অনেক ভাল আছেন।আজ আমার সঙ্গীতের মধ্য থেকে
আরও একটি কাব্যিকতায় রূপ দিয়ে পাঠালাম।
দয়া করে একটু আন্তরিকতার সহিত পড়বেন।
ভাল না হলে, ভুল-ভ্রান্তি থাকলে ধরে দিলে
সত্যি বড় খুশি হবো আন্তরিক ভাবেই। ভাল
থাকুন। সকল সুধীবৃন্দ কবি বন্ধুরা। ধন্যবাদ।
ডাক এসেছে হঠাৎ করে মরণের চিঠি,
ঔষধে আর কাজ হবেনা যতই খাই BT।
রাখতে আমায় পারবিনা কেউ(২)
এক মুহুর্ত আর -- -- -- --।
যে যা পারিস মাপ কর আমি,
অধম গোনাহগার (২)।। - ঐ
না জেনে না বুঝে হয়তো দিয়েছি ব্যথা,
তুমি যদি না কর মাপ চলবে না কথা।
না দিও সেই স্রষ্টার কাছে(২)
অভিযোগ আমার -- -- -- -।।
যে যা পারিস মাপ কর আমি,
অধম গোনাহগার (২)।। - ঐ
সৃষ্টির সেরা শ্রেষ্ঠ মানুষ,আমিও যে তাই,
পারিনি তো তার হুকুমে,চলতে কোনটাই।
যত দিনের জীবন আমার,ছিল এই ভবে,
ছিল প্রেম সবার সাথেই, মানুষ হিসাবে।
সৃষ্টি যে তার অতি নিখুঁত (২)
অতি চমৎকার -- -- -- --।।
যে যা পারিস মাপ কর আমি,
অধম গোনাহগার (২) - ঐ