দাদু আমার বড্ড পাজী,
আমার প্রেমে হয়না রাজি।
বোঝাই দাদুর হাজার বারে,
দাদু আমায় বোঝে না-রে।
দাদি যদি থাকত বেঁচে,
সে আনত বউ নাচন নেচে।
দাদুর মতলোব টা ভাল নাই,
এখন আমি বুঝলাম তাই।
কালকে এসে বললো প্রিয়া,
বুঝলেনা মোর আজও হিয়া।
আজকে শোনো বলেই যাই,
আর নেবো না তোমার ঠাঁই।
দাদুরে নিয়েই জমাও ঘর,
দেখনা সেজন কার হয় বর।
তুমিই হলে আসলে পাজী,
করলে প্রেমের ধাপ্পা-বাজী।
বয়স আমার কম হোল না,
তোমার চোখে তাও পড়েনা।
সহ্য-ধৈর্যের সীমা আছে,
বুঝবে তুমি সেটাই পাছে।
নাই বা যদি আনো ঘরে,
বুঝবা ঠিকই দু'দিন পরে।
তোমার যদি ইচ্ছে থাকে,
বউ করে আনো আমাকে।
এবারে না আসলে নিয়ে,
দাদুর তবে করবো বিয়ে।
তখন বুঝবে ঠেলা টা কার,
রাখনা তোমার যৌবন ধার।
দাদু নিল বউ বানিয়ে,
আমি গেলাম ঢোল বাজিয়ে।