মৃত্যু আমারে গোপনে আসিয়া
নিয়েছে কতক বার,
মানুষের দোয়ো,রহমত আল্লাহর্
রেখে গ্যাছে সে আবার।
জানিনা,আবার কখন্ আসিয়া
নিয়ে যাবে প্রিয় প্রান,
সেদিন হয়তো দেবেনা ফিরিয়ে
পাবোনা পরিতত্রাণ।
মায়াা জাল ছিঁড়ে,কে চাহে ছাড়িব
ধরণীরও কুল ঠাঁই ?
স্রষ্টারই কাছে এ টুকুই দাবী
হজ্জব্রত যেন পাই।
করিয়া বসেছি বড় মাখা মাখি
জানা আর অজানায়,
তুমি যদি মাপ না করই প্রভু
কে দেবে আমার উপায় ?