প্রকাশ্যে যা কিছু নাহি দেয়া যায়,
গোপনে তা দিয়ে কর পূণ্যতা জয়।
জাহেরী করে যদি করো কিছু দান,
ভেবোনা বিনিময়ে পাবে প্রতিদান।
হয়ে যাবে পূণ্যের পাল্লা টা হালকা,
কেবল বোঝান মন পূবাকাশে উল্কা।
♦<>=<><>=<><>=<>♦
তাং--২৫--১১--২০১৮ ইংঃ<>
রাতঃ--১০টা ১৫মিঃ ১৫সেঃ<>
স্থানঃ--কড়িয়াঃ>/ রবিবারঃ <>
০১৭৪২-৭৭৪৬৪৪ মোবাঃ <>
♦<>=<><>=<><>=<>♦
<♠<>♦দানের পূণ্যতা♦<>♠>