মরিতে চাহে না কেহ
ছাড়িয়া    ভূবন,
সবার ভিতরে  আশা
বাঁচি আ-জীবন ।।

হয় নাতো সে আশা
কারর'ই পূরণ,
ঘটে যাওয়া সবটাই
বিধাতা লিখন ।।

জানিয়াও  সব কিছু
কেন হে অবুঝ ?
মরিবার  আগে কর
পরকালীন বুঝ ।।
  


<>==<>==<>==<>
তাং-০৬-০৫-২০১৭ইং<>
সকালঃ-০৫টা ৫০মিঃ <>
স্থানঃ- কড়িয়াঃ/কেশবঃ=>
০১৭৪২-৭৭৪৬৪৪মোবাঃ
<>==<>==<>==<>