রসে  ভরা  জীবন  তোমার
করতে  হবে  তার ব্যবহার।

কে দিল এ যৌবন জোয়ার?
বুঝতে হবে তোমার,আমার।

যেতে গেলে  অ নে ক দূরে,
কি  লাভ শুধু  ঘুরে'ই ঘুরে?

সোজা পথে'ই ফে ল লে পা,
খুব  স হ জে ই  মিলবে গাঁ।

যার যার কাম্য মনের আশা,
আপন জন'দের ভালোবাসা।

দিয়ে  কিংবা  নিয়েই হোক,
কষ্টে কারর না হোক শোক।

<>=<><>=<><>=<>
তাং--২৩--১১--২০১৮ ইং>
রাতঃ-১০টা ২০মিঃ ১২সেঃ>
স্থানঃ-কড়িয়াঃ / শুক্র'বার=>
০১৭৪২-৭৭৪৬৪৪মোবাইল
<>=<><>=<><>=<>
<>♦<♠বুঝতে হবে♠>♦<>