জীবন যুদ্ধে'র এই খেলা'তে,
আমরা সবাই এক মেলাতে।
ঘুরছি, ফিরছি, খাচ্ছি সবাই,
মরার কারো ইচ্ছা তো নাই।
তবুও, চলে যেতে'ই যে হয়,
থাকলে মনে, হাজারও ভয়।
সব আয়োজন মিথ্যে জানি,
ভবের হাটের ও টানাটানি।
একটু তবেই, চিন্তা করুন,
মানুষ কেনই বলেন মরুন।
সময় থাকতে বোঝা উচিৎ,
ভাল ছাড়া,কোনটা কু'গীত।
<>=<>==♣==<>=<>
তাং-১৮--১২--২০১৮ইংঃ
সন্ধ্যাঃ-০৬টা১৬মিঃ১০সেঃ
স্থানঃ-কড়িয়াঃ / মঙ্গলবারঃ
০১৭৪২-৭৭৪৬৪৪ মোবাঃ
<>=<>==♣==<>=<>
<♣>বুঝে ও বুঝি না<♣>