আসছে আমার নতুন প্রিয়া
যাও সরে বন্ধুরা,
পুরোনেরা  জানলে আবার
সরে যাবে তারা ।।

প্রেমিক মনের মানুষ আমি
সবাই জানে তাই,
তাইতো তারা আপন করে
কাছে পেতে চায় ।।

কারবা এখন্ আপন করি
কারেবা করি পর
বিবেক এখন্ ধাক্কা খেয়ে
তুলছে গায়ে জ্বর ।।

শত প্রিয়ার প্রেমিক আমি
নিত্য নতুনে  মন,
এটাই দিয়ে শেষ করিবো
প্রেমের আয়োজন ।।