বড় কষ্ট হয়,শুধু ছেড়ে যেতে তোমায়,
বুঝলে না মোর কতটা ব্যথা -- -- --
লুকিয়ে কাঁদে আজ কোথায়।।? ঐ
বড় কষ্ট হয়,বড় কষ্ট হয় -- -- -
বুক ভরা ভাল বাসা দিয়েছি তোমায়,
ভুলেতো পারিনে যেতে,শত বেদনায়।
অন্তর ভরে আছে ব্যথাতে,
চাইনে তোমায় কভু কাঁদাতে(২)।
দূরে থাকা প্রাণে নাহি সয়।।(২) ঐ
বড় কষ্ট হয়, বড় কষ্ট হয় -- --
তুমিতো দেখনা,আর আমাকে ফিরে,
এত বদনাম তবুও রয়েছি ঘীরে।
কেন তুমি আমাকে বোঝনা (২)
সদয় বুকেতে ধরে রাখনা ?(২)
প্রেমে কেন প্রাণে এত ভয় ?।। ঐ
বড় কষ্ট হয়-বড় কষ্ট হয় - - -
♥==♥==♥==♥==♥==♥==♥=
এটাও আজ আমার সঙ্গীত ভান্ডার হতে
আসর সৌজন্যে সকল কবি ভাই বোন বন্ধুদের একান্তই চিত্তবিনোদনের জন্য আমার এই গীতিকাব্য প্রেরনের প্রয়াস। সকল সুপ্রিয় কবি বন্ধুদের প্রতি রইল আমার হার্দিক প্রীতি ও শুভেচ্ছা।>>>
=♠==♠==♠==♠==♠==♠==♠