চলে,বলে,নড়েই তো না,
সামনে গেলেও থামেনা।
আটিয়া ধরিলে মুখ তার,
যা বলার ই বলে যে তা।।
নাটকে যার যা অভিনয়,
মুখে মুখেই বলেও যায়।
কেবল শুধুই যায়না দেখা,
চলা,বলার সে দৃশ্যটাই।।
খুব তো দেখি চোখে তারে,
কথা শুনি তার,ইচ্ছা ভরে।
ঠেলা,মোড়া ও দিলে গায়ে,
চুপটি হয়েই যায় অন্তরে।।