আমার গানেগানে সঙ্গীত টাকে,
কবিতায় রুপ দিয়ে পাঠালাম।
কবিতাটি অবশ্যই ছড়া কবিতা।
দয়া করে পাতায় এসে দেখলে,
সত্যিই,বড়ই খুশি হব। ধন্যবাদ।
মনে হয় কবিতাটি অন্য স্বাদের।
ভাল থাকবেন সমস্ত কবি বন্ধু।
ও মাগো মা তুমিই বলনা -- -- --
শুক্রবার প্রতিদিন কেন আসেনা ?
শনি,রবি,সোম,একে একে আসে,
ছুটির দিনটা আসে সবারই শেষে।।
ও মাগো মা -- -- কেন আসেনা ? ঐ
সকালে ও বিকালে বই নিয়ে বসা,
সন্ধ্যাই হলে আবার অংক কষা।
স্কুলেও সারা দিন মন বসে না -- -
এত যে পড়া মাগো ভাল লাগেনা।।
ও মাগো মা -- -- কেন আসেনা ? ঐ
ভূগোলের স্যার বলেন
পৃথিবীটা গোল,
মনে হয় স্যারের মাথায়
বড়ই গন্ডগোল।
বছরের দুই বার ঈদ কেন আসে ?
এলে কিযে মজা হোত প্রতিটি মাসে।
আন্টির বিয়ে হোল সে ই একবার - -
তার বিয়ে বারে বার কেন হয় না ?।।
ও মাগো মা -- -- কেন আসেনা ? ঐ