দেখলাম ঘুরে এই দুনিয়ায়,
ভাল লোকের কমই যে ঠাঁই।
উদার মনের মানুষ গুলোই,
সমাজ ভাবে মাটির ধূলোই।
চলছে সবাই ভেলকী মতে,
সামান্য জনই সঠিক পথে।
পারলে বুঝতে স্বার্থ আছে,
কে রাখে তার ধরে পাছে?
যার বিবেকটাই বলিয়ান,
তিনিই কষ্ট বেশী পান।
স্বার্থ পথের উড়ন্ত দম,
সেও ফেলেনা একটি কদম।