প্রেমে পড়ে কাঁদে মন,
খুঁজি তাই সারাটিক্ষণ।
তুমি মন করেছ হরণ।।
তোমাকেই বড্ড বেশী প্রয়োজন (২) ঐ

এ জীবন্ যায়না ধরে রাখা,
তুমি হীনা সবই যেন ফাঁকা।
তুমি এই হৃদয়ও মাঝে,
স্মৃতি হয়ে সকল কাজে।
অনুমতি ছাড়াই করি স্মরণ।।
তোমাকেই বড্ড বেশী প্রয়োজন (২) ঐ

বিরহ এজীবন বড়ই ফাঁকা,  
এভাবে যায় কি ধরে রাখা?
জীবনের যা কিছুই সাধ,
তোমাতে মিশেই অবাধ।
আ-জীবন করিতে চাই বরণ।।
তোমাকেই বড্ড বেশি প্রয়োজন (২) ঐ

<><>♠<><>♠<><>♠<><>
আজও আমার লেখা সঙ্গীত ভান্ডার
থেকে আরও একটি গীতিকাব্য উক্ত
আসরের সকল কবি ভাই,বোন বন্ধু
বৃন্দের সৌজন্য প্রেরণ করা হোল।
আসরের সমস্ত বন্ধুদের জন্য রইল
আমার হৃদয় নিংড়ানো ভক্তি-ভাল
বাসা। সাথে সাথে প্রীতি ও শুভেচ্ছা।
<><>♥<><>♥<><>♥<><>
    <>ধ - - ন্য - - বা - - দ<>