মনের সাথে মন মিশিয়ে
পুরা মনটাই দাও,
বিশ্ব প্রেমের প্রেমিক আমি
আমায় ধরিয়া নাও ।।
অধীর চিত্তে ডাকলে কেহ
আমিই হবো তার,
আজও কাঁদি শুন্য বুকে
খুলিয়া প্রেম দুয়ার ।।
হৃদয় জুড়িয়া বৃহৎ আসন
প্রেমের সিংহাসন,
কে হবে মোর হৃদয় রাণী
পরতে প্রেম ভূষণ ??