অনেক সুন্দর  স্বপ্ন গুলো,
কদাঁচ যেন  হয়না  ধূলো।
সময়ে নাও  প্রেমের ঠাঁই,
তানা  হলে  জীবন  ছাঁই ।।

ভূয়া প্রেমেই ছেয়ে গ্যাছে,
যুগের প্রেমে  নেচে নেচে।
কারো নেইতো কিছু করা,
যার প্রেমে সে নিজে ধরা ।।


<===♥====♥===>
তাং-১৮=১০=২০১৮ ইংঃ
রাতঃ- ১০টা ১৫মিঃ ==♥
বৃহস্পতিবার ===♥==♥
০১৭৪২-৭৭৪৬৪৪মোবাঃ