<♥>বিরহ রেখেছে ঘীরে<♥>
<>=<>==<>==<>=<>
তুমি চলে গেলে ফাগুন আসেনি
আমার জীবনে আর,
তুমি চলে গেলে,আমার জীবনে
'ভাবনা' তুমি আমার ।।
তুমি চলে গেলে কোকিল বসেনি
শুকনো ডালেতে আর,
তুমি চলে গেলে 'মৌমাছি' দলে
করেনি "মধু" আহার ।।
তুমি চলে গেলে আকাশ আসেনি
শ্রাবণে'র ধারা নিয়ে,
তুমি চলে গেলে আমিও করেনি
অন্য কাউকে 'বিয়ে' ।।
তুমি চলে গেলে প্রিয়া হতে বধু
অনেকে চেয়েছে ধার,
তুমি চলে গেলে 'কন্ঠে' আমার
সঙ্গীত ওঠেনি আর ।।
তুমি চলে গেলে কাউকে দেখেনি
''তোমারই'' মত করে,
তুমি চলে গেলে জীবনের 'প্রেম,
অকালে গিয়েছে ঝরে ।।
তুমি চলে গেলে সেই হতে আমি
ভুলে গেছি গাওয়া গান,
তুমি চলে গেলে জাতীয় দোয়েল
সুরেতে দেয়নি টান ।।
তুমি চলে গেলে তোমার'ই হয়ে
আসেনি কেউতো আর,
তুমি চলে গেলে সেই হতে আজও
আলো হয়েছে আঁধার।।
তুমি চলে গেলে, 'হৃদয়ে' আমার
ফোঁটেনি কুসুম ফুল,
তুমি চলে গেলে এখনো ভাবি যে
তোমার'ই মস্ত ভুল ।।
তুমি চলে গেলে,সেই হতে আমি
অতীত যাই'নি ভুলে,
তুমি চলে গেলে 'অতীতের' প্রেম
হৃদয়ে রেখেছি তুলে ।।
তুমি চলে গেলে হৃদয় রেখেছি
"শুন্যতা" দিয়ে ভরে,
তুমি চলে গেলে বিরহ আমার
চারিদিকে আছে ঘীরে ।।
<>=<><>=<><>=<>
তাং--২৮--১২--২০১৮ইংঃ>
রাতঃ--০৯: ৪২: ৫৫সেঃ<>
স্থানঃ--কড়িয়াঃ / শুক্রবার।>
০১৭৪২-৭৭৪৬৪৪>মোবাঃ
<>=<><>=<><>=<>
<♥>বিরহের'ই বেষ্টনে<♥>