দিলে তুমি কিছু তাই আমিও নিলাম,
বিনিময়ে এক দিন তোমাকে দিলাম।
দেয়া-নেয়ায় প্রতিদান সবারই জানা,
নিলাম তা দিলাম না এরা তো কানা।
লজ্জা' হীনতারূপী বিবেক 'হীনেরা ,
স মা জে র পশু রূপী নিকৃষ্ট এরা।
নেয়াতে সদাই পটু দেওয়াতে নারাজ,
চামার রূপেতে করে সমাজে বিরাজ।
<>=<><>==<><>=<>
তাং--২৫--১১--২০১৮ ইংঃ<>
রাতঃ--১০টা ১২মিঃ ২০সেঃ<>
স্থানঃ--কড়িয়াঃ / রবিবারঃ=<>
০১৭৪২-৭৭৪৬৪৪মোবাইলঃ>
<>=<><>==<><>=<>
<<♣বিনিময়ই প্রতিদান♣>>