আমি দিনের ক্লান্তি শেষে
ফিরে পাই রাত,
তোমার-ই মিলন দিয়ে
হয় তা প্রভাত।
এই মন তুমি ছাড়া
মানেনা বারন,
জানিনা তো বিধাতার
এ কি কারণ ?।। (২)
যখন-ই যেথায় থাকি
সারাটি প্রহর,
তোমার-ই আশা নিয়ে
মনে রাখি ভর।
তুমি ছাড়া কষ্টই যে
জীবন ধারণ,
জানিনা তো বিধাতার
এ কি কারণ ?।। (২)
তোমারই পরশ আমায়
দেয় যে সুধা,
তোমারই সোহাগে মোর
থাকেনা ক্ষুধা।
তুমি যে আমারই সব
করেছ হরণ,
জানিনা তো বিধাতার
এ কি কারণ ?।। (২)
এটাও আজ আমার পাঁচ হাজার
সঙ্গীত থেকে নেওয়া আগের-ই
মত একটি গীতিকাব্য। আমার
আসরের সকল সুপ্রিয় বন্ধু কবি
বৃন্দদের সৌজন্যে আমার সমস্ত
কবি ভাই,বোন,বন্ধুদের জানাই
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
♥♥||ধন্যবাদ||♥♥