চারি দিকে বইছে যে আজ
অরাজাকতার বন্যা,
ভাল জেনেই কোনটা লিখি
নেই ভাল নিজ কন্যা ।।
ছেলেটা বেশ ভালই ছিল
শুনাম যশেই ভরা,
সে শুনি আজ, নষ্টা মেয়ের
পিছনে করছে ধরা ।।
স্ত্রী-সন্তানে পরিবারে ছিল
স্বর্গেরই বসবাস,
দিনে দিনেই বিলীন পথে
সেথাই ও হতাশ ।।
এ কি আজব বিশ্ব টা আজ
বিধির বিধানও ভষ্ম,
যে যাই বলি,ভাবনাতে পাই
আলামতে ঘৃন্য বিশ্ব ।।
♦<==♦==♦♦==♦==>♦
♦ বিধান ছাড়াই বিশ্ব আজ ♦
তাং-২০=১০=২০১৮ইং=♦
সময়-রাতঃ- ০৮টা ০৫ মিঃ
স্থানঃ- সাতবাড়িয়া (রিপন):
<♦==♦শনি♦বার♦==♦>