বিদেশ থেকে আনা এটা
             যে সে পুতুল নয়,
চাবি দিলেই নড়ে চড়ে
                মিষ্টি কথা কয়।।(২) ঐ

  কথা মতই ওঠে বসে
            ঘুমায় খাঁটের পরে,
বিদেশ থেকে আনা বলে
           গাড়ী ঘোড়ায় চড়ে।
এসব পুতুল পেতে হ'লে
              মামা থাকতে হয় (২)
মিষ্টি -- -- কথা -- -- - কয়।। ঐ

বড় মামা অ্যামেরিকা
            বিলেত ছোট মামা,
সেখান্ থেকে দেন পাঠিয়ে
           রং বেরংয়ের জামা।
এ সব জামা পেতে হ'লে
             মামা থাকতে হয় (২)
মিষ্টি -- -- কথা - - - - কয়।।ঐ


          এটা আমারই
   গীতিকাব্যের ছড়া কবিতা।