করিলে  প্রকাশ্যে কিছু
দেখে তা সবাই,
গোপনে  করিলে তাহা
জানে বিধাতাই ।।

তাঁর চোখ ফাঁকি দিবে
এ ক্ষমতা  কার ?
চিন্তাই, করিয়া দেখো
তুমি না তোমার ।।

সকালেতে  রাজা তুমি
বিকালে  প্রজা,
কেনো এই  কথা মনে
থাকে না রাজা ??


♦=====♦^♦=====♦
<=♦ ভাবাটাই উচিৎ ♦=>
তাং- ১১=১০=২০১৮ ইংঃ
সময়ঃ- রাত-০৮টা ৪০মিঃ
স্থানঃ- কড়িয়াঃ ======
০১৭৪২-৭৭৪৬৪৪,মোবাঃ
♠===♠====♠===♠