রাত্রি আমার ভালো লাগে
তারার সাথে জাগতে,
সারাটা রাত জেগে জেগে
প্রেমের কথা ভাবতে ।।

ভাল লাগে  নদী'র পাড়'টা
বসে গুনতে ঢেউ,
তোমায় নিয়ে লিখেই বসি
জানেনা যা কেউ ।।

ভালো লাগে প্রেমের কষ্ট
নীরব সে  য ন্ত্র না,
ভালো লাগে অভিসারের
অপেক্ষাক্ষণ গোনা ।।

ভালো লাগে প্রেমের সুরে
গাইতে মধু'র গান,
ভালো লাগে প্রেমী মনের
খুনসুড়ি অভিমান ।।

ভালো লাগে নির্জনে প্রেম
মুচকী হাসির মুখ,
ভালো লাগে দু'জন মিলে
নিত্য প্রেমের সুখ ।।

ভালো লাগে দুই'য়ে মিলে
একই  সাথে  ঘর,
ভালো লাগে বউ সাজিয়ে
নিজেই  হতে  বর ।।


<><>==<♦>==<><>
তাং-২০--১১--২০১৮-ইং>
রাতঃ--০৮টা ১৫মিঃ! =<>
স্থানঃ- কড়িয়াঃ/মঙ্গলবার=>
০১৭৪২-৭৭৪৬৪৪মোবাঃ>
<><>==<♦>==<><>
<<♥>ভালো লাগে<♥>>