কারো মনে ব্যথা দিয়ে
নিলে অভিশাপ,
ক্ষমা হীন  তখনই স্রষ্টা
না দিবেন মাপ।।

বিবেকে দংশাবে তার
প্রতিনিয়ত,
পলে পলে খেয়ে মার
করবে আহত।।

মরণের  আগে  তার
না নিলে  ক্ষমা,
পরপারে থেকে যাবে
সেই পাপ জমা।।

জ্ঞানী, গুনি  সাধুজনে
ভেবেই সেদিক,
পরপারে মুক্তি পেতে
থাকেন  সঠিক।।

যদিও  হয়  সে  ভুল
কোন ভাবে তার,
অতীব সহজে করেন
ভুলটা  স্বীকার।।

তুমি,আমি  কেন বলো
পারবো না তা,
মনে রেখ  ভারী বোঝা
অভিশাপটা।।