ঝগড়া করতে এই বেটা রোজই দেখি যায়,
হঠাৎ দেখি এক দিন সে পড়ছে বিষম দায়।
ইচ্ছাই ছিল জিতে যাবে,
মন আনন্দে মিষ্টি খাবে।
কিন্তু সে দিন পারিনি তার পেটের যন্ত্রনায়।
♠===♠===♠===♠===♠===♠
এটাই আমার জীবনের প্রথম লিমেরিক।
ভুল-ত্রুটি হ'লে ক্ষমা সুন্দর দৃষ্টিতে
দেখবেন,আসরের সুপ্রিয় সম্মানিত সকল
কবি ভাই,বোন বন্ধুদের কাছে এটাই
আমার একান্ত ও আকুল আবেদন। প্রীতি
ও শুভেচ্ছা রইল।ভাল থাকুন সর্বোক্ষণ।
♠===♠===♠===♠===♠===♠