খুঁজিয়া ফিরেছি এই
দু'টি চোখে যার,
আজও আমি পাইনি
দেখিতে সে তার।
জানিনা কোথায় আছে
কোন্ ঠিকানায়,
আছে নাকি মারা গেছে
কোন অজানায়!
হয় তো বুঝিনি সেও
ভালো বাসি তার,
থাকিয়াও পাশে তাই
খোঁজেনি আমার।
আমার হৃদয় তারে
খুঁজে ফিরে যায়,
সেই প্রেম বেদনাতে
ভুগি হতাশায়।
কি যে সেই যন্ত্রনা
বুকে দিয়ে ঠাই,
সদয় কাঁদিয়া ফিরি
সুখ নাহি পাই।
কারে আমি বলে কথা
ভুলি বেদনার,
কেউ নেই আজও মোর
বলি আমি তার।
<><>♥<>♥<><>