সব সময়টা,যায়না সমান ভাবে,
কার্য্য করলেই,সময় কিছু যাবে।
জ্ঞানী জনরাই,বোঝেন অনুভবে,
থাকলে সাথী,কিছু কথা-ই হবে।
জ্ঞানী হয়ে, কেনই বি-পথ ধরবো?
মামলা কেন, মিথ্যা দিয়ে করবো?
ঈমান থেকে,কেনই আমি সরবো?
বেঁচে যখন,সামনেতে তো মরবো।
ভাল লাগলে, সেই পথেতে চলবা,
প্রিয় জনকে, মনের কথাই বলবা।
সময় বুঝে,সব কিছু কাজ করবা,
লাগলে ক্ষুধা, পেটটা কিন্তু ভরবা।