স্বপ্ন গুলো সবই যদি সত্যি হোত,
কর্ম ফেলে মানুষেরা শুধু ঘুমোত।

দুঃখ শুধু  দুঃখ  নয়, কষ্টও  বটে,
ভাল'র চেয়ে মন্দটা বাতাসে রটে।

বয়সে করেনা কিছু,যদি থাকে মন,
প্রেম দিয়েই শুরু, প্রীতি আয়োজন।

হৃদয়ে আঘাত পেলে,ভেঙ্গে যায় মন,
থাকেনা সে প্রেম আর,আগের মতন।

কিছু কাজ করে কেউ খুশি করে মন,
যায়না তো মেনে নেয়া সব আচারণ।

পেতে হলে সম্মান, দিতে হয়  আগে,
পরে তারা বেশী দেয়,সেই অনুরাগে।

দুর্দিনে সাথী হয়ে,দেখা দিলে তার,
কখনো সে ভুলবে না,এই উপকার।

মন গড়া কথা গুলো, সব হলে  দামী,
বকাটেরা সব চেয়ে হোত নামী-দামি।