বাস্তবে লেখা ধর্ম আমার
বাস্তব নিয়ে চলি,
মানব আমরা বাস্তবী রূপ
বাস্তবে কথা বলি।
কল্পনায় ঘুরে স্বপ্ন দেখার
পাইনে কোন মানে,
নীলাকাশেই উড়িয়ে গরু
নীচে বসে লেজ টেনে!
সৃষ্টিতে সেরা শ্রেষ্ঠ মানুষ
আমিও সে একজন,
এতটাই জ্ঞানী তবু কেন হে
কল্পনায় ও বিচরণ ?
কবি মন নিয়ে দু'কলম লিখে
আবোল-তাবোল বাক্যে,
নিজের মনকে বোঝাতে তৈরী
চলমানের ও আধিক্যে ।
স্বপ্নরা ঘোরে কল্পনা ভূবন
মাছ উড়ে বসে গাছে,
ভাবে না তারা বাস্তব নিয়ে
কখনই আগে-পাছে।