এই দুনিয়ায় সবারই ঘরে,
মানুষ প্রেমেরই যুদ্ধ করে।
কেউ জিতে আর কেউবা হারে,
প্রকাশ্যে আর অভিসারে।।
সময়টাও খুব ক্ষণকালের,
জানেনা সে লিখন ভালের।
তবু মানুষ বাঁচারই আশায়,
এই দুনিয়ার কিনা সে চায়?
কেউ আগে আর কেউবা পরে,
জীবন টাই নেয় অভিসারে।
জানে সবাই যাওয়ার ই পর,
কোন্ টাই ছিল আসলে ঘর।।