সূর্য আলোও,হার মেনে যায়
ঘন  কুয়াশায়,
অধিক পাপেই মানব জীবন
পূণ্যতা হারায় ।।

সুখ, দুঃখ আর ভালো,মন্দ
যেমনি পাশাপাশি,
বিদায়ক্ষণে  তেমনিই  বলি  
এবার আমি আসি ।।

আসা-যাওয়ার  মাঝখানটা
এই সে  দুনিয়া,
বেঁচে থাকার সময় ও কাল
গেলাম  বলিয়া ।।

সবাই  গোলাম  বাম্তবতার
বাঁচাটাই  জীবন,
বিদায় আবার  যখন-তখন
সে ভাবনা এখন ।।


♠১৯=০৯=২০১৮ ইং♠
রাত =-- ৯টা ১৫ মিঃ
কড়িয়াঃ -- -- -- --
♠ = = ♠ = = ♠ = = ♠