বাংলা আমার ভাষা, বাংলা মোদের দেশ,
এই,বাংলার সাথে মিশে আছে মনের পরিবেশ।
এযে সোনার সম দেশ,এ যে সোনার সম দেশ।।
এ যে সোনার সম দেশ (২।। ঐ
সুজলা, সুফলা, এ দেশ শস্য শ্যামলা,
পাখীর গানে ভরে থাকে,সারাটি বেলা।
মনের সুখে গায় রাখালী (২)
তার,মাথায় কৃষ্ণ কেশ (২)।। ঐ
বীর শহীদের রক্ত দিয়ে গড়া এদেশ ভাই,
বহু ত্যাগের মাঝে, যার তুলনা যে নাই।
সেই স্মৃতিকে বক্ষে ধরে (২)
যার, ঘটেছে উন্মেষ (২) ।। ঐ
গঙ্গা,পদ্মা,মেঘনা আর সেতু যমুনা,
জাতীর জনক বঙ্গবন্ধু তাহার নমুনা।
শ্রদ্ধা করি সবাই তারে (২)
কভু, হয়না যেন শেষ (২)।। ঐ
<>♠<><>♠<><>♠<><>♠<>
আমার লেখা দেশাত্ববোধক সঙ্গীতের
মধ্য থেকে আরও একটি গীতি কাব্য
আসররের সকল কবি ভাই,বোন,বন্ধু-
দের একান্তই চিত্ত-বিনোদনের জন্য
আমার এই আয়োজন। শ্বাশত শুভেচ্ছা
ও ধন্যবাদ আসর সংশ্লিষ্ট কবি বন্ধুদের।
==♠==♠==♠==♠==♠==♠==