বাবা, তোমার কি ধন ছিলেন
কেমন দরিয়া,
ভাবলে পাবে তার দয়া প্রেম
গভীর করিয়া ।।
আসবে না কেউ স্বার্থ বিহীন
করতে উপকার,
বাবা তোমার ঠিকই দিবেন
যা ছিল সব তার।।
ডাকবেনা কেউ তার মত আর
আদর মাখা ডাক,
বলবেনা কেউ আয় খোকা তুই
আমার বুকে থাক।।
রোগ, শোক আর দুঃখ তাপে
বাবার যত ধন,
উদ্ধারের লাগিয়া বাবার
শত আয়োজন।।
কেউ প্রতিদিন নেয় নাতো আর
বাবার মত খোঁজ,
দেখবে না কেউ বিপদ হলেও
আছে না,নিখোঁজ।।
সেই বাবা যার চলে গেছেন
এতিম করিয়া,
তার লাগিয়াই কর দোয়া
হৃদয় ভরিয়া।।
সব বলিলেও শোধ হবে না
বাবার দেওয়ার দান,
সারা জীবনই স্মরণে আমার
বাবার সেই অবদান।।