আমার জন্মদাতা প্রয়াত বাবাকে নিয়ে লেখা
সঙ্গীত থেকে আজ আরও একটা গীতি-কাব্য
কবিতায় তুলে ধরলাম। বাংলা কবিতা আস-
রের সকল কবি ভাই,বোন এবং বন্ধুদেরই
সৌজন্যে। সবাই দয়া করে পাতায় আসবেন,
পড়বেন এবং দোয়া ও আশির্বাদ করবেন।
এটাই আমার আসরের সকল বন্ধুদের কাছে
একান্তই কাম্য। ভুল হলে,ক্ষমা করবেন।।
বাবা যেন ডাকছেন আমায়,আয়রে খোকা আয়,
বেঁচে থাকা দিন গুলোতে, কিসের করিস ভয় ?
আমি তোর পাশেই আছি,হৃদয়ের কাছাকাছি,
আমি তোর পাশেই আছি, অতীব কাছাকাছি।
পৃথিবীর সব মানুষকে,করে নে তুই জয়।। ঐ
মরণের যে কয়দিন আর বাকি - - -
কখনো কাউকে যেন দিসনে ফাঁকি।
যে তোরে ঠকাতে চায়(২)
তুই তারে বলিসরে ভাই।
পরপারে প্রেম ছাড়া কেউ,পাবেনা রেহাই।। ঐ
যত পারিস বেশী করে আমল কর্ - - -
কখনো কাউকে যেন ভাবিসনে পর।
কেউ যদি করে দোষী(২)
সেখানেও থাকবি খুশি।
কারো মনে আঘাত দিলে,থাকবেনা উপায়।। ঐ