এ ভাবে জ্বালিয়ে যদি সুখী হতে পারো,
অঙ্গার করে দাও পুড়িয়ে আরো -- -- -
আমায়,অঙ্গার করে দাও পুড়িয়ে আরো।
আমি বলবো না কারো,
কভু, বলবো না কারও।। ঐ
জানি ভুলে গেছ সেই,আমারই কথা,
আমাকে নিয়ে আর নেই কো ব্যথা।(২)
পেয়েছো অনেক কিছু আরও।। ঐ
রাখিয়া আমায় দূরে চলেছো একা,
এখন্ করোনা আর গোপনে দেখা।(২)
সাধ জাগে না দেখিবারও।। ঐ
বড় সখে রেখেছিলাম নামটি কবিতা,
তার কদরও রাখনি চলে অযথা --।(২)
শেষ দেখাটাও দেখনা আমারও।।ঐ
♦==♦==♦==♦==♦==♦==♦==♦
আজ এটাও আমার লেখা সঙ্গীত জগৎ
থেকে আরও একটি গীতি কাব্য আসর
কবিদের সৌজন্যে একান্তই চিত্তার্ষনের
জন্য লেখা হোল। সকল কবির প্রতি রইল আমার হৃদয় নিংড়ানো ভালবাসা।
♦==♦==♦==♦==♦==♦==♦==♦