প্রেমাবেগে   উঠলে  খাতায়,
যা হবার না,তাও  হয়ে যায়।

সব  কিছুরই  হিসাব  আছে,
প্রেমের হিসাব মনের কাছে।

ধরো তক্তা  মারোনা পেরেক,
প্রেম বোঝেনা হালাল-শিরক।

পড়লে এক বার প্রেমী ফাঁদে,
হালাল-হারাম সব যায় চাঁদে।

সম্পর্ক,তাও বাদ পড়ে যায়,
হলে একবার প্রেমিক হৃদয়।

ছোট-বড়'য়  থাকে  না ধার,
জীবন মানে প্রেমের আঁধার।

হায় এ জীবন  ক'দিন বাঁচে,
প্রেমানন্দেই   সবাই  নাচে।

প্রেম পবিত্রই , সবার  জানা
ক'জন খোঁজে,সেই ঠিকানা?

নিয়ম-নীতি নয়, বয়স বুদ্ধি,
প্রেমের মাঝেই  আত্ম-শুদ্ধি।

দেখলাম  ধরায়, ঘুরে ফিরে
সবার  বাসা  প্রেমের  তীরে।

নিয়ম-নীতির  ধারে  না ধার,
প্রেমে,পথ হয় আনা-গোনার।

ঢুকলে প্রেমের  কারখানাটায়,
একে একেই সব বোঝা যায়।
--- --- --- --- --- --- ---