সত্যকে যারা চাহেনা বুঝিতে
নকলেই কাড়া কাড়ি,
রাত দিন তারা নেশায় থাকিয়া
হাটে ভাঙ্গে দৈয়ের হাড়ি।
বোঝাতে চাহিলে ভাল কোন কথা
শত্রু ভাবিয়া তারে,
রাত,দিন থাকিয়া উগ্র মেজাজে
সুযোগ বুঝিয়া মারে।
কদাচ নেশাখোর ভাল হতে পারে
মাত্র দু'চার জন,
খারাপ ছাড়িয়া পুরা ভাল পথে
করিলে পদার্পণ।
বিশ্ব মানবতা ভুলে গেছে আজ
অতীতেরই আচারণ,
যার যা ইচ্ছা সে তার পথেই
করিতেছে বিচরণ।
ভাল,মন্দের ধার ধারে নাকো
যার মত সেই নায়ক,
একবার পেলে নায়িকার খোঁজ
সেও হয়ে যায় গায়ক।
গায়ক, নায়কে ভীড় পড়ে গ্যাছে
রেকর্ডেতে নেই নাম,
লজ্জা, হায়া ও বিলীন করিয়া
মেটায় যার সে কাম।
কষ্ট টা আমার এখানেই শুধু
ভাল'র পথ আজ শুন্য
ভাল'র পথটা খুঁজে ফেরে যারা
তারাই আজ ই নগন্য।