ওরে ও বোকার দল
তোরা একটু বুঝে চল,
মরা গাছে ঢালিসনে কেউ জল।
ও তোরা,
মরা গাছে ঢালিসনে কেউ জল।
যতই আশা করিস তাতে - - - -
ফলবে নাতো কখনো আর ফল।।
ওরে ও বোকার দল - - - - (২)
মরা গাছে ঢালিসনে কেউ জল- - ঐ

মৃত্যু শয্যায় রোগীর মুখে
দিলে যে খাবার,
আসে কি আর সে খাবার তার
কোনই উপকার ?
সুস্থ  বেলায় কে কতটা-ই
দেখেছিস তার বল ? ।।
আরে ও বোকার দল। (২)
মরা গাছে ঢালিসনে কেউ জল- - ঐ

যদি,ভেদাভেদ আর দ্বন্ধে কারো
থাকে ব্যবধান,
তার,সময় মত কে গিয়েছিস
করতে সমাধান ?
শেষে,ঘটেই গেলে একটা কিছু
করবে কি আর কল ?।।
আরে ও বোকার দল (২)
মরা গাছে ঢালিসনে কেউ জল।।