আমি,-- -- -- -- -- -- -
কোন্ কারণে কি করি আর
কার্ অভাবে কষ্ট পাই,
সব কিছু মোর বুঝেও প্রিয়া
অন্য দিকে মন লুকায় ?
আজও আমায় বুঝলোনা সে                       কেন আমি নিরুপায় ।।। ঐ

সব গেল মোর তার কারণে
নিজের ছিল যা কিছু,
কলংকের আর বাদ রাখিনি
তবুও আছি তার পিছু।
জেনে-শুনেও কি করে আজ
আমাকে সে ভুলতে চায় ?।। ঐ

ষোল বছর প্রেম করে কেউ
তাও যদি কয় অভিনয়,
মানাও কি আর উচিৎ হবে
তারে নিয়ে করবো জয় ?  
সংকল্প  আজ  আমার ও  
থাকবো আমি বেদনায় ।।  ঐ


<><>♥<><>♥ <><>♥<><>
আজ এটাও আমার লেখা সঙ্গীত থেকে
আরও একটি গীতি কাব্যে। আসরকে
সয়ং সম্পূর্ণ করার সৌজন্যে প্রেরিত।।
<><>♣<><>♣<><>♣<><>