যে আকাশে জমে আছে মেঘ,
কেন তার বরষণ হয়না ?
যে হৃদয়ে ভরে আছে প্রেম,
কেন তার দরশন পাইনা ।।
যে আকাশে জমে আছে মেঘ-ঐ

জীবনের শুরুতেই শুন্যতা মোর,
পাষাণে বাঁধিয়া বুক হয়েছি পাথর।
জীবনে কখনো কি প্রেম হবেনা?।।
যে আকাশে জমে আছে প্রেম-ঐ

বিরহ বেদনা নিয়ে সারাটি জনম,
কাটিয়ে গেলাম শুধু হয়ে নরাধম।
প্রেয়সী কখনো কি ধরা দেবেনা?।।
যে আকাশে জমে আছে মেঘ-ঐ


আজ এটাও আমার সঙ্গীত জগত
থেকে আরও একটি গীতিকাব্য।
♥<>♠<>♥<>♠<>♥<>♠