একটা মানুষের মন - - -
ভাল থাকে বল কতক্ষণ ?
কতক্ষণ যায় রাখা ধরে - -
প্রিয়জন গেলে দূরে সরে।। ঐ
একটা মানুষের মন -- -- -- --
কতক্ষণ বাঁধা দিয়ে যায় রাখা?
বিরহ জীবন লাগে বড় ফাঁকা।
প্রতিশোধে ভরে থাকে দেহ-মন,
কখন্ কি ভাবে পাবো দরশন।। ঐ
একটা মানুষের মন -- -- -- -- --
প্রিয় জন যদি কেউ নেয় কেড়ে,
মন থেকে তারে কি সে দেয় ছেড়ে?
প্রতি টি প্রহর গোণে অনুক্ষণ - - -
আবারও কিভাবে পাবো সেই ধন।। ঐ
একটা মানুষের মন -- -- -- -- --
♥==♥==♥==♥==♥==♥==♥==♥
আজ এটাও আমার লেখা সঙ্গীত ভান্ডার
থেকে আরও একটি গীতিকাব্য আসর বন্ধু
দের একান্তই মনোরঞ্জনের প্রেক্ষিতে নিবে-
দন বা প্রেরণ করা হোল। সুপ্রিয় কবি,ভাই,
বোন,বন্ধুদের সৌজন্যে। জানাই,শ্বাশত
প্রীতি ও শুভেচ্ছা। ধ ন্য বা দ !!!
♠==♠==♠==♠==♠==♠==♠==♠